হবিগঞ্জে জুলাই স্মৃতি ম্যারাথন

হবিগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছে জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস পয়েন্ট থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, বিএনপির জেলা যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহসিন আহমেদসহ জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
প্রতিযোগিতাটি ধুলিয়াখাল বাইপাস থেকে শুরু হয়ে শহরের আধুনিক স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সমাপ্তির পর আয়োজিত অনুষ্ঠানে ম্যারাথনে অংশগ্রহণকারী ১৮ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতীক। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র নির্মাণে সচেতনতা সৃষ্টি করা।