গোপালগঞ্জে নদীপথে যৌথ বাহিনীর টহল জোরদার

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে জেলার নদীপথে বিশেষ টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।
আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর সংঘটিত হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা যাতে নদীপথ ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে কঠোর নজরদারি শুরু হয়েছে।
তিনি বলেন, নদীপথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ টহল চলমান রয়েছে। দিনরাত একটানা টহল ও নজরদারি চালানো হচ্ছে। সন্দেহভাজন নৌযানগুলোতে তল্লাশি, যাত্রীদের পরিচয় যাচাই এবং সন্দেহজনক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যে কোনো ধরনের নাশকতা, অরাজকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।