গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে কারফিউ আগামীকাল শুক্রবার ৩ ঘণ্টা বিরতি দিয়ে কারফিউ চলমান থাকবে।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার (১৭ জলাই) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে একথা জানান।
বিভাগীয় কমিশনার আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারফিউ আগামীকাল শুক্রবার সকাল ১১টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর তিন ঘণ্টা বিরতি দিয়ে বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
উল্লেখ্য, গতকাল দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভাকে কেন্দ্র করে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছিল স্থানীয় প্রশাসন।
অপরদিকে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গতকাল (১৬ জুলাই, ২০২৫) রাত ৮টা থেকে আজ (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।