মোংলায় যাতায়াতের রাস্তা আটকে পরিবার অবরুদ্ধ

বাগেরহাটের মোংলায় প্রতিবেশীর বসতবাড়ি ও চিংড়ি ঘেরে যাতায়াতের রাস্তা আটকে দিয়েছে প্রতিপক্ষ। ফলে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে একটি পরিবার। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা গ্রামের বাসিন্দা রুবিয়া বেগম অভিযোগে জানান, তার প্রতিবেশী বাবুল শেখের (৫৫) সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরে এক মাস আগে বাবুল শেখ জোরপূর্বক রুবিয়া বেগমের চিংড়ি ঘেরের চারপাশ ঘেরা বেড়া দিয়ে আটকে দেন। এরপর দুই সপ্তাহ আগে রুবিয়ার বসতবাড়ির যাতায়াতের একমাত্র পথটিও বেড়া দিয়ে বন্ধ করে দেন তিনি। এতে ওই পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
রুবিয়া বেগম বলেন, দীর্ঘ ২০ বছর ধরে আমরা যে পথ দিয়ে যাতায়াত করছি, সেটি হঠাৎ করে প্রতিপক্ষ বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। ঘেরে যাওয়ার পথও আটকে রেখেছে। থানায় লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখনও কোনো প্রতিকার পাইনি।
রুবিয়া বেগম আরও বলেন, আমরা কারো জায়গা দখল করিনি, কিন্তু প্রতিপক্ষ জোর করে আমাদের যাতায়াতের পথ আটকে আমাদের হয়রানি করছে।
অন্যদিকে অভিযুক্ত বাবুল শেখ বলেন, আমি আমার নিজের জমিতে বেড়া দিয়েছি। কারো বাড়ি বা ঘেরের রাস্তা আটকাইনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এটি একটি জমিজমা সংক্রান্ত বিষয়। তাই আমরা ভুক্তভোগীকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।