বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে বাস পুকুরে, নিহত ৩

রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে উপজেলার দেউতি বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।
নুরে আলম সিদ্দিকী বলেন, আহত ও নিহতদের উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। অতিরিক্ত যাত্রী থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০-৭০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় বাসে করে বৌভাতের দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান-সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা উল্টে যাওয়া বাসটিকে সোজা করতে সক্ষম হন। ততক্ষণে তিনজন প্রাণ হারান।
পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসটি এখনো পুকুরে পড়ে আছে।