সেনা অভিযানে ইমো হ্যাকার চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে ইমো হ্যাকার চক্রের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আজ বুধবার (৯ জুলাই) ভোরে উপজেলার বিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহরকয়া গ্রামের রিয়াজ আহম্মেদ (২০), রাব্বি (২১), আবির (১৯), প্রান্ত মন্ডল (২২), মুরাদ মন্ডল (৩৭), কাওসার আলী (২৪), সানজিদ (১৯), মমিন হোসেন (১৯), রেদওয়ান (২২), রহিমপুর গ্রামের সাগর আহম্মেদ (১৯), বড় বাদকয়া গ্রামের কাওসার মুন্না (২২), ও বাঘা চক সাতারি গ্রামের রাসেল (১৯)।
নাটোর সেনা ক্যাম্প থেকে জানানো হয়, সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে ২৮টি ফোন, ৩০টি সিমকার্ড, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ‘ইমো’ অ্যাপ ব্যবহার করে দেশ-বিদেশের সাধারণ মানুষ ও প্রবাসীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। পরে ভিডিও কলে অশ্লীলতা প্রদর্শন করে তা গোপনে ধারণ করত। পরে এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল বা প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত। তাদের মধ্যে চারজনকে মাদক নিয়ন্ত্রণ আইনে এবং বাকি আটজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে নাটোর আদালতে পাঠানো হয়েছে।