মাদক মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক অরুনাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন।
বিচারক রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কবির মোল্লা, মো. ইছহাক ও সঞ্জয় দাস ওরফে মো. হোসেন (নও মুসলিম)।
এদিন রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়।
এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালের ৩০ নভেম্বর কয়েকজন ব্যক্তি গাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার যাত্রাবাড়ীর দিকে আসছিল। পুলিশ খবর পেয়ে গাড়ি আটক করে এবং তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিছ ইয়াবা জব্দ করে।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক শফিকুল ইসলাম আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরপর গত বছরের ১৩ ফ্রেব্রুয়ারি একই থানার এসআই মো. নূর আলম সিদ্দিক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।