চুয়াডাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দিনগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রিয়াদ হাসান (১২) এবং পার্শ্ববর্তী ফরিদপুর গ্রামের বাসিন্দা পলাশ হোসেন (৪০)।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন রিয়াদ। তাকে কুষ্টিয়ায় ডাক্তার দেখানোর পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। রাত ৮টার দিকে নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে দুজনই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।