বেনাপোল কাস্টমসে রেকর্ড রাজস্ব আদায়

বেনাপোল কাস্টমস হাউসে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত ৬ হাজার ৭০৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা, যা শতকরা ৪ দশমিক ৭২ ভাগ বেশি।
কাস্টমস সূত্র জানায়, পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৪৮ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছিল ৬ হাজার ১৬৭ কোটি ৩৮ লাখ টাকা। অতিরিক্ত আদায় হয় ২১৯ কোটি ৩৮ লাখ টাকা।
রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং রাজস্ব বোর্ড সংস্কার ঐক্য পরিষদের কলম বিরতি ও ‘কমপ্লিট শাটডাউন’র মধ্যেও বেনাপোল কাস্টমস হাউস এই ধারাবাহিক সাফল্য দেখিয়েছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, কমিশনারসহ কর্মকর্তারা দপ্তরে উপস্থিত থেকে রাজস্ব আদায়ের কার্যক্রম তদারকি করায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আদায় সম্ভব হয়েছে।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান জানান, কর্মকর্তাদের কঠোর নজরদারি ও উপস্থিতির কারণে শুল্ক ফাঁকি রোধ হয়েছে এবং সঠিক শুল্কায়নের ফলে রাজস্ব আদায়ে এ সফলতা এসেছে।
২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ১৫ লাখ ৩৪ হাজার ৩৪০ দশমিক ২১ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ১৫ লাখ ৮১ হাজার ৯৫৪ দশমিক ২৪ মেট্রিক টন। অর্থাৎ আমদানি কমলেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৩ দশমিক ৫১ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরে রপ্তানি হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৪৪০ দশমিক ৭৭ মেট্রিক টন পণ্য, যা পূর্ববর্তী অর্থবছরের চেয়ে প্রায় ৩০ হাজার ৬৬৫ মেট্রিক টন বেশি।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, প্রতিদিন গড়ে ৪০০-৫০০ পণ্যবাহী ট্রাক দিয়ে আমদানি এবং ১৫০-২০০ ট্রাক দিয়ে রপ্তানি হচ্ছে। কাস্টমস কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও শুল্ক ফাঁকি রোধে পদক্ষেপ গ্রহণের ফলে রাজস্ব আদায়ের এই সফলতা এসেছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন তরফদার বলেন, বন্দরের অবকাঠামো উন্নয়ন চলমান রয়েছে, যা আমদানি-রপ্তানির গতি আরও বাড়াবে।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. কামরুজ্জামান বলেন, সার্বিক আমদানির পরিমাণ ৮ শতাংশ কম হলেও রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৪ শতাংশ। জিরো টলারেন্স নীতি অনুসরণ করার ফলে শুল্ক ফাঁকির প্রবণতা কমেছে। অনিয়ম ধরা পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।