জনগণকে ভালোবাসলে এক সময় তারা তার প্রতিদান দিবে : জিলানী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, এদেশে ৫ শতাংশ মানুষ সরাসরি রাজনীতি করে। বাকি ৯৫ ভাগ মানুষ কোন রাজনীতির সাথে জড়িত নয়। এরা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ চায় ভালোবাসা। এদেরকে ভালোবাসলে এক সময় তারা তার প্রতিদান দিবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে আজ বুধবার (২ জুলাই) এসএম জিলানী এ সব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) সম্ভাব্য প্রার্থী হিসেবে দাবি করে জিলানী বলেন, এর আগেও আমি এ আসন থেকে দুই বার বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। ২০০৭ সাল থেকে এ জনপদের মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছি। আশা করি এতো দিনে এ এলাকার মানুষদের মন জয় করতে পেরেছি। এসব মানুষ আগামী নির্বাচনে উন্নয়নের স্বার্থে ধানের শীষকেই বেছে নিবে। সেক্ষেত্রে আমি জয়ের জন্য আশাবাদী।
এসএম জিলানী আরও বলেন, গোপালগঞ্জ-৩ আসন আওয়ামী লীগের দুর্গ বলে আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি না এই কারণে যে, বিগত দিনে এই আসনে সঠিক নির্বাচন হয়নি। এখানে প্রতিটি নির্বাচনে বেলা ১২টা বাজার সাথে সাথে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা ভোট কেটে বাক্স ভরে তারপর গণনা করে ভোটের ফলাফল ঘোষণা করেছে। আগামীতে এ আসনে সঠিকভাবে ভোট হবে এবং এ আসনের জনগণ ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে।
গণসংযোগের সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।