ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ডা. ডোনার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির (উত্তর) সাবেক আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আইসিইউতে চিকিৎসাধীন।
আজ বুধবার (১৮ জুন) বিকেলে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ডা. ডোনারকে আইসিইউতে ভর্তি করা হয়।
এর আগে আজ সকালে ডা. ডোনার উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁকে ইউনাইটেড হাসপাতালে আনা হয়।
ডা. ডোনারের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা জানান, তিনি হাইপোভোলেমিক শক (অপ্রতুল রক্তের পরিমাণ বা শরীরে বহির্মুখী তরল) নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগের জটিলতায় ভুগছিলেন। গত ১৩ জুন কানাডা থেকে দেশে ফেরার পথে বিমানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
ডা. ডোনার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সন্মানিত নির্বাহী পরিচালক। তাঁর অসুস্থতার খবর পেয়ে সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন।