রাষ্ট্রপতি তিন দিনের সফরে পাবনা যাচ্ছেন বুধবার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পিআইডির ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) তিন দিনের সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি তিন দিনের সফরে বুধবার বিকেলে পাবনার উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি বিভিন্ন সভায় ভাষণ দেবেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন।’
সফরকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাথিয়া উপজেলায় নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষে জনসভায় বক্তব্য দেবেন এবং পাবনায় ৫০০ শয্যার মেডিকেল কলেজে হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন করবেন।