নেত্রকোনায় ফায়ার সার্ভিস সপ্তাহ পালন

নেত্রকোনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। আজ রোববার সকালে জেলা শহরের নিখিল নাথ সড়কে ফায়ার স্টেশন কার্যালয়ে এ সপ্তাহ পালন হয়।
দিবসটি উপলক্ষে নেত্রকোনা কার্যালয়ে জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান।
নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী উপপরিচালক প্রাণনাথ সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ট্রাফিক কার্যালয়ে উপপরিদর্শক মো. সফিকুল ইসলাম, ফায়ার স্টেশন কার্যালয়ের ওয়্যারহাউস পরিদর্শক নির্মল চন্দ্র সরকার প্রমুখ।
আলোচনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্ব সেবা কার্যক্রম, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয় সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।