মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ৪৯ পুলিশকে সংবর্ধনা

নেত্রকোনায় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সংবর্ধনা জানানো হয়। ছবি : এনটিভি
মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ৪৯ জন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে নেত্রকোনায় সংবর্ধনা জানানো হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আজ রোববার দুপুর ১টার দিকে পুলিশ লাইনসের হলরুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
অনুষ্ঠানে জয়দেব চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরের সঞ্চালনায় উপস্থিত মুক্তিযোদ্ধারা তাঁদের রণাঙ্গনের স্মৃতিচারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মামুন খান চিশতী, সাজ্জাদুর রহমান।