নেত্রকোনায় চাচা খুন, ভাইপো আটক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ব্যক্তির ভাইপোকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহ্জাহান মিয়া (৪৫) বাউসাম গ্রামের মৃত ওয়াহেদ মিয়ার ছেলে। এ ঘটনায় হৃদয় মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, জমিসংক্রান্ত ভাগ-বাটোয়ারা নিয়ে শাহ্জাহান মিয়ার অন্য ভাই ও ভাতিজাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে আজ তাদের প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাঁধে। শাহ্জাহান তা থামাতে যায়। এ সময় দায়ের কোপে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, সহকারী পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মামুন খান চিশতীকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে।