জাতীয় পতাকা উত্তোলনের সময় ছাত্রলীগের হামলা!

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের সময় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার সকালে নেত্রকোনার আটপাড়ায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা নূর ফরিদ ও ওলামা দল নেতা শফিকুল ইসলাম রয়েছেন। গুরুতর অবস্থায় তিনজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত রফিকুল ইসলাম জানান, উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ মিছিল নিয়ে বিএনপিকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁরা পাঁচজন আহত হন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, এমন একটি খবর তিনি শুনেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না। এ ব্যাপারে কিছু জানি না।’