নেত্রকোনায় চালু হচ্ছে চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার

নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে গঠিত ফোকলোর পর্ষদ ‘চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার’ চালু করতে যাচ্ছে। চলতি বছর থেকে প্রতিবছরই নির্বাচিত একজন গবেষককে লোকসাহিত্য বিষয়ক গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হবে।
চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার ১৪২৩ বঙ্গাব্দে এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন খ্যাতিমান লোকসাহিত্য গবেষক ড. আশরাফ সিদ্দিকী।
ফোকলোর পর্ষদের সভাপতি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আফজাল রহমান জানান, ফোকলোর পর্ষদের কর্ম পরিষদের সভায় ড. আশরাফ সিদ্দিকীকে ‘চন্দ্রকুমার দে লোক সাহিত্য গবেষণা পুরস্কার ১৪২৩’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী পৌষ মাসে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ পুরস্কারের অর্থমূল্য থাকবে ২৫ হাজার টাকা। সঙ্গে থাকবে একটি সম্মাননা স্মারক ও স্মারক প্রকাশনা।
প্রফেসর আফজাল রহমান আরো জানান, নেত্রকোনা অঞ্চলের লোকসাহিত্য-সংস্কৃতি চর্চার ক্ষেত্রটির পরিচর্যা করতেই মূলত ফোকলোর পর্ষদ গঠন করা হয়েছে।
জগৎখ্যাত ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে এ জনপদেরই গর্বিত সন্তান। জীবদ্দশায় কঠিন দারিদ্র্যের সঙ্গে লড়ে লোকসংস্কৃতি সংগ্রহ ও সাহিত্য সাধনা করে তিনি অফুরান ঋণী করেছেন আমাদের। তাঁকে নতুন প্রজন্মের সামনে মেলে ধরাই উদ্যোগটির মূল উদ্দেশ্য।