আ. লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের হানা, চিৎকার দিয়ে রক্ষা

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. মতিয়র রহমান খানের বাড়িতে গতকাল বুধবার গভীর রাতে হানা দেয় দুর্বৃত্তরা। তারা শোবার ঘরের জানালা ভেঙে ফেলে। কিন্তু স্ত্রী হোসনে আরা বেগম বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জেলা শহরের সাতপাই এলাকার নিজ বাড়িতে বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
হোসনে আরা বেগম জানান, তাঁর স্বামী মো. মতিয়র রহমান খান ঢাকায় যাওয়ায় তিনি গতকাল রাতে পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। আনুমানিক রাত পৌনে ৩টার দিকে শব্দের কারণে ঘুম ভেঙে গেলে ভয়ে তিনি চিৎকার দেন। চিৎকারে অন্যরা ছুটে এলে ঘরে ঢুকে দেখতে পান একটি জানালা ভাঙা এবং গ্রিল খোলা অবস্থায় বাইরে পড়ে আছে। দৌঁড়ে কারো পালিয়ে যাওয়ার শব্দ পেলেও তিনি কাউকে দেখতে পাননি। তবে বিষয়টি নিয়ে পরিবারের সদস্যসহ তিনি খুবই উদ্বেগজনক অবস্থায় আছেন বলে জানান।
এদিকে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার অবস্থান পরিদর্শন করেছেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার চৌধুরী জানান, ঘটনার কিছু আলামত পুলিশ সংগ্রহ করেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছেন।