কেন্দুয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ৬ মাসের সাজা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ট্রিপন মিয়া (১৯) নামের এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলাম আজ মঙ্গলবার সন্ধ্যায় এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া ট্রিপন মিয়া উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামের জাহিদ মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বখাটে ট্রিপন মিয়া উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় লোকজন ট্রিপনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। পরে সন্ধ্যার দিকে উত্ত্যক্তকারী ট্রিপনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি দোষ স্বীকার করায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।