নেত্রকোনায় প্রতিমা ভাঙচুর

নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ময়মনসিংহরোহী গ্রামের একটি কালীমন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রোববার সকালে মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় মন্দিরের দরজা খোলা দেখতে পায় স্থানীয় লোকজন। পরে মন্দিরের ভেতরে গিয়ে প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখে।
এ ছাড়া আরো দুটি প্রতিমা মন্দির থেকে প্রায় ৩০০ গজ দূরে জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা।
সংবাদ পেয়ে অতিরিক্ত জেলা হাকিম আবদুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনাটি দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর ভদ্র রানা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা নেত্রকোনাকে উত্তপ্ত করার জন্য একটি চক্র সম্প্রতি একের পর এক বিভিন্ন মন্দিরে হামলা ভাঙচুর চালাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’