স্থলসীমান্ত চুক্তিতে লক্ষ্মীপুরে যুবলীগের আনন্দমিছিল

বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তির কূটনৈতিক সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে যুবলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজন বিহারী ঘোষ, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন লিকা, জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু, অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব, সাইফুল হাসান রনি, শেখ জামাল রিপন ও মাহবুবুল হক মাহবুব প্রমুখ।