আ. লীগ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনায় বিক্ষোভ

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজারে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মতিউরের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সভাপতি শামসুজ্জোহার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম খান পাঠান বিমল, মুক্তিযোদ্ধা আবদুর রহীম, মুক্তিযোদ্ধা ওবায়দুল হক রতন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান রতন, সানওয়ার হোসেন ভূইয়া, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান নোমান প্রমুখ।
এ সময় বক্তারা জেলা আওয়ামী লীগের সভাপতির আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান বলেন, আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ ধরনের অভিযোগ আনা হয়েছে।