নেত্রকোনায় উদীচীর জেলা সম্মেলন অনুষ্ঠিত

‘অপশক্তির অপসারণে চাই গণজাগরণ’ স্লোগানে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে উদীচীর ১৩তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে জাতীয় ও সংগঠনের পতাকা ওড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাউলশিল্পী সিরাজ উদ্দিন খান পাঠান। উদ্বোধন অনুষ্ঠান শেষে উদীচীর জেলা সদস্য এবং ১০ উপজেলার সভাপতি ও সম্পাদকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল আলম, কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান খান, জেলার সরকারি কৌঁসুলি জি এম খান পাঠান বিমল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা উদীচীর সম্পাদক নিলয় বিশ্বাস রাতুল প্রমুখ।