মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল ফুলবাড়ীয়ায়

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা তদন্তে মানবাধিকার কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে গেছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই প্রতিনিধিদল ফুলবাড়ীয়া কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে।
প্রতিনিধিদলে রয়েছেন মানবাধিকার কমিশনার প্রফেসর আখতার হোসেন, অভিযোগ ও অনুসন্ধান পরিচালক অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফ উদ্দীন, সদস্য জয়দেব চক্রবর্তী ও আনিসুর রহমান।
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিরা তরফদার তদন্ত দলের সঙ্গে মাঠে প্রবেশ করলে শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে ‘খুনি’ আখ্যায়িত করে স্লোগান দেয়। পরে তিনি পুলিশ পাহারায় কলেজ প্রাঙ্গণ ত্যাগ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত দলটি সেখানে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে তাঁরা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জবানবন্দি নিচ্ছেন।
গত রোববার দুপুরে ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে কলেজের ভেতরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় দুজন নিহত হন। তাঁদের মধ্যে একজন ওই কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, অন্যজন স্থানীয় মাছ বিক্রেতা সফর আলী।
ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশ ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। এ সংঘর্ষের ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ ঘটনার পর ফুলবাড়ীয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এরপর গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়।