কলেজ সরকারীকরণ নিয়ে উত্তপ্ত ফুলবাড়ীয়া, ভাঙচুর

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে এ ধাওয়া-পাল্টাধাওয়ার সময় একটি প্রাইভেটকারসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে ৪০ দিন ধরে টানা আন্দোলন করছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। এই দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা নানা কর্মসূচিও পালন করছে।
আজ বিকেলে স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিনের সদর উপজেলার ভালুকজান সেতুর উদ্বোধন করার কথা ছিল। সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে উপজেলা সদর এলাকা ও সমাবেশস্থলের আশেপাশে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগে থেকেই জড়ো হয়। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এ কারণে সংসদ সদস্য বিকেলের কর্মসূচি স্থগিত করেন।
সন্ধ্যায় সংসদ সদস্য মোসলেম উদ্দিন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং সমাবেশ করেন বলে এনটিভি অনলাইনকে জানান ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব।
তবে সন্ধ্যার আগেই সংসদ সদস্যের সমর্থক এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে বলে জানান ওসি।