নেত্রকোনায় ৩ ‘পাক-দোসরের’ বিরুদ্ধে মামলা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার অভিযোগ এনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের আউজিয়া গ্রামের তিন ‘পাকিস্তানি-দোসরের’ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ১-এ মামলাটি করেন কেন্দুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. লেহাজ উদ্দিন।
গতকাল রোববার আদালতে মামলাটির আবেদন করা হলেও আজ সোমবার বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন মামলার আইনজীবী মো. শহীদুল্লাহ।
মামলার আসামিরা হলেন কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের আউজিয়া গ্রামের হজরত আলী (৭০), তাঁর সৎভাই আবদুর রহমান (৬০) ও হামিদুর রহমান (৬০)।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ মামলার বরাত দিয়ে জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর দোসর হিসেবে তিনজনই কাজ করতেন। এ কাজে বাদীর বাবা মৃত আবদুল মোতালেব বাধা দিয়েছিলেন। এরই জেরে আসামিরা ১৯৭১ সালের ২৭ নভেম্বর আবদুল মোতালেবকে হত্যা করেন।
এ ছাড়া আসামিরা ওই সময় ভূমি দখল ও লুটতরাজ চালিয়েছিলেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।