লক্ষ্মীপুরে ইজারার লাভ পেলেন মুক্তিযোদ্ধারা

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। ছবি : এনটিভি
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এ আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিয়া সুলতানা পারুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান, ডেপুটি কমান্ডার মোহাম্মদ শামছুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
লক্ষ্মীপুর সদর উপজেলার হাট-বাজারের ইজারা থেকে প্রাপ্ত অর্থের চার শতাংশ অর্থাৎ তিন লাখ ৯৮ হাজার টাকা ৫০ জন মুক্তিযোদ্ধার মধ্যে বিতরণ করা হয়েছে।