নেত্রকোনায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনায় বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাত ৯টার দিকে জেলা শহরের শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ওই চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপুর সভাপতিত্বে জেলা সদর ও বারহাট্টা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল সাহা, সাধারণ সম্পাদক সমীর ভদ্র রানা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার দাস প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা দুর্গাপূজা উপলক্ষে বারহাট্টা উপজেলার ৩৫টি মন্দিরের প্রত্যেকটিতে পাঁচ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন।