রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার নেত্রকোনায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। ছবি : এনটিভি
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার নেত্রকোনায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
জুমার নামাজের পর খেলাফত যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে জেলা শহরের বড়বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিফতাহুল উলুম মাদ্রাসার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মানববন্ধন চলাকালে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে সরকারসহ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তব্য দেন মাওলানা আবদুল বারী, মাওলানা গাজী আবদুর রহিম, মাওলানা হাবিবুল্লাহ খানসহ অন্যরা।
এ সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও সবার প্রতি আহ্বান জানান বক্তারা।