নেত্রকোনায় স্বচ্ছল ব্যক্তিদের নামে থাকা ৩৪৩ কার্ড বাতিল

নেত্রকোনার মদন উপজেলায় হতদরিদ্রদের পরিবর্তে স্বচ্ছল ব্যক্তিদের নামে তালিকা তৈরি করে ১০ টাকা কেজি দরের চাল দেওয়ার অভিযোগে আটটি ইউনিয়নের ৩৪৩টি কার্ড বাতিল করা হয়েছে।
একই উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা চাল কালো বাজারে বিক্রির অভিযোগে দেলোয়ার হোসেন নামের একজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
মদন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ৪ হাজার ৩৪৩টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। তালিকা তৈরিতে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তার করে হতদরিদ্র ও দুঃস্থদের পরিবর্তে স্বচ্ছল ব্যক্তিদের নামে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর অভিযোগ দায়ের করা হয়।
এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রেজাউল করিম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য বিভাগ তদারকির মাধ্যমে ৮ ইউনিয়ন থেকে ৩৪৩টি কার্ড বাতিল করে।
ডিলারশিপ বাতিল : স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজারের ডিলার দেলোয়ার হোসেন কার্ডধারীদের মধ্যে চাল বিক্রি না করে রোববার বিকেলে দুটি হ্যান্ডট্রলিতে চালের বস্তাবোঝাই করে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন। বস্তার গায়ে খাদ্য মন্ত্রণালয়ের সিল দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। হ্যান্ডট্রলি দুটি বরাটি এলাকায় আটক করে লোকজন চাল ক্রেতা হান্নানকে চালসহ পুলিশের হাতে সোপর্দ করে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে ডিলার দেলোয়ার হোসেন, চাল ক্রেতা হান্নানসহ চারজনকে আসামি করে মদন থানায় একটি মামলা করেন।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খুরশীদ শাহরিয়ার জানান, ডিলার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হওয়ায় বুধবার তাঁর ডিলারশিপ বাতিল করা হয়েছে।