রামগঞ্জে ডাকাতের গুলিতে আহত ৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাকাতের গুলিতে ছয়জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার লামচর ইউনিয়নের লামচর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, তালিকাভুক্ত ডাকাত শাহ আলমের নেতৃত্বে একটি দল এ ঘটনার জন্য দায়ী।
লামচর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুছ জানান, ঘটনার সময় শাহ আলম মুখোশ পরা কয়েকজন ডাকাতকে নিয়ে লামচর বাজারে আসে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ছয়জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স ও স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, শাহ আলম পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে রামগঞ্জসহ বিভিন্নস্থানে বেশ কয়েকটি মামলা রয়েছে। ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে পাঁচ-ছয়জন আহত হয়েছে। দায়ী ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।