হতদরিদ্রদের চাল পাচারের অভিযোগে একজন আটক

নেত্রকোনায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। প্রতীকী ছবি
নেত্রকোনায় হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ১০ টাকা কেজির চাল পাচারের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
গতকাল রোববার ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম হান্নান ভূঁইয়া। তিনি জেলার কেন্দুয়া পৌর শহরের দিগদাইর এলাকার বাসিন্দা।
এ বিষয়ে জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, গতকাল দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজারে ১৫টি বস্তায় ৪৫০ কেজি চাল উদ্ধার করা হয়। এ চালগুলো কালোবাজারে বিক্রির জন্য ময়মনসিংহে নেওয়া হচ্ছিল। ওই সময় স্থানীয় লোকজন চালবোঝাই ট্রলিসহ হান্নান ভূঁইয়াকে আটক করে।
ওসি আরো জানান, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মদন থানা পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ট্রলিসহ চাল জব্দ করে।