নেত্রকোনায় মানবাধিকার নাট্য উৎসব অনুষ্ঠিত

‘ভয়কে করি জয়- গৌরবের দেড় যুগ…’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ১৮তম মানবাধিকার নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় শহরের মোক্তারপাড়ার মুক্ত মঞ্চ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
দুপুর ১২টায় উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সালাহ উদ্দিন খান রুবেলের সভাপতিত্বে সদস্য সচিব শফিকুল হাসান পলাশের পরিচালনায় নাট্য উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই উৎসবে যাত্রা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ খ্যাতিমান যাত্রাভিনেতা জাহেদ আলী মংলাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে উৎসবে নাচ, গান কবিতা ও ইস্যুভিত্তিক নাটক পরিবেশিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, জেলা মানবাধিকার ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী পূরবী কুণ্ডু, রেড ক্রিসেন্টের সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।