নেত্রকোনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওয়ানগালা উৎসব

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হচ্ছে ওয়ানগালা উৎসব।
আজ শুক্রবার উপজেলার বিরিশিরির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপজাতি কালচারাল একাডেমির উদ্যোগে জিবিসি মাঠে দিনব্যাপী এ উৎসব শুরু হয়।
উৎসবে ‘সুরে ছন্দে আলোকিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ এই সুরে শতাধিক ড্রাম বাজানো হয়।
দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমির সভাপতি ও নেত্রকোনার জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ওয়ানগালা উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
আলোচনা সভায় স্বাগত ভাষণ দেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শুভ্র চিরান। সভা শেষে গারো কালচারাল একাডেমির পরিচালনায় ‘রুগালা ও সাসাৎ সওয়া’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।