ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ শুক্রবার সকালে শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশে যুবদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও যুবদল নেতা রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মইন খান, ময়নুল ইসলাম ও রাশেদ মুন্সী।
বক্তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা জানান। তাঁরা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।
ভুয়া কাগজ তৈরি করে জন্মদিন পালনের মাধ্যমে অন্যের ক্ষতিসাধন করার অভিযোগে দায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
চলতি বছরের ৩১ আগস্ট একই আদালতে মামলাটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। ওই দিন বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।