ঝালকাঠিতে মন্দিরে হামলা : পাল্টাপাল্টি মামলা

ঝালকাঠি শহরের কালীমন্দিরে বুধবার রাতে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় দুই পক্ষ দুটি মামলা দায়ের করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ঝালকাঠি সদর থানায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার নাথ ভানু বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, মন্দিরসংলগ্ন চাল ব্যবসায়ী দুলাল দেবনাথ বাদী হয়ে মন্দির কমিটির সঙ্গে সংশ্লিষ্ট আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে অপর একটি মামলা করেন।
দুটি মামলাই পুলিশ লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম।
অন্যদিকে, এ ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি আজ শুক্রবার সকাল থেকে তদন্তকাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তদন্ত শেষে তিনি সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন বলেও জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে, পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ নিয়োগ করা হয়েছে।
জমি নিয়ে বিরোধের জেরে গত বুধবার রাতে কার্তিক পূজার অনুষ্ঠান চলাকালে ঝালকাঠি শহরের কালীমন্দিরে হামলা করে স্থানীয় চাল ব্যবসায়ীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ হয়। এতে পুলিশের এক উপপরিদর্শকসহ উভয় পক্ষের আটজন আহত হয়।