ময়মনসিংহে যুবলীগের হামলায় আ.লীগ কর্মী নিহত

ময়মনসিংহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের হামলায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আওয়ামী লীগ কর্মীর নাম সাইফুল মোল্লা (৪০)।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে বালিপাড়া রেলস্টেশনে বসে কথা বলছিলেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও প্রজন্ম লীগের নেতারা। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল বারীর নেতৃত্বে বাতেন, এমদাদুল, রুবেল, মতি, মুর্শেদুলসহ ১০ থেকে ১৫ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা করে। পরে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় তারা। হামলায় সাইফুল মোল্লা গুরুতর আহত হন। চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মো. বাদল জানিয়েছেন, হামলায় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবদুল হাই মোল্লা (৪৫), তাঁর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হুমায়ুন মোল্লা (২৭), স্থানীয় প্রজন্ম লীগের সভাপতি মাসুদ মণ্ডল (২৫) ও স্থানীয় ব্যবসায়ী সুমন মোল্লা (২৫) আহত হন। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্থানীয় যুবলীগের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। জড়িতদের আটক করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
চলতি বছরের ১৮ মার্চ স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পান আবদুল বারী। এর পর থেকেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ ওঠে এই নেতার বিরুদ্ধে।