নেত্রকোনা প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

আজ মঙ্গলবার নেত্রকোনা জেলা প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ছবি : এনটিভি
নেত্রকোনা জেলা প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের মোক্তারপাড়ায় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ুর রহমান, জেলা প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান প্রমুখ।
পরে নেত্রকোনা জেলা পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত তথ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুদানে এক কোটি ১১ লাখ টাকা ব্যয়ে তিনতলাবিশিষ্ট প্রেসক্লাব ভবনটি নির্মিত হচ্ছে।