রাজধানীতে বহুতল ভবনের ছাদে আগুন

রাজধানীর গুলশান-২ নম্বরে একটি নির্মাণাধীন বহুতল ভবনের ছাদে আগুন লেগেছে। তবে তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দল।
গুলশান-২ নম্বরের ১০৬ নম্বর রোডের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের বিপরীত দিকের ১৪ তলা ওই বাড়িটির ছাদে আজ সোমবার দুপুর ১২টার দিকে আগুন লাগে। ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাউদ্দিন মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘ওই ভবনে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। ভবনের বিভিন্ন কক্ষে এসি স্থাপনের জন্য ছাদের ওপরে আউটডোরের কাজ চলছিল। এ কারণে ছাদের ওপরে অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’