দুই পুলিশ সদস্য বরখাস্ত

রাজধানীর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেলের আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দায়িত্বে অবহেলার কারণে আজ রোববার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইহসানুল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দারকে সাময়িক বরখাস্ত করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী এনটিভি অনলাইনকে জানান, গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। এরপর তদন্ত প্রতিবেদন অনুযায়ী এঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী আদালতে আসামি রুবেলের স্বীকারোক্তিমূলক জবাববন্দী দেওয়ার সময় নির্ধারিত ছিল। বিকেল ৩টার দিকে রুবেলকে আদালতে হাজির করা হয়। এ সময় সুযোগ বুঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আদালত চত্বর থেকে পালিয়ে যান তিনি।
গত শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে রাফসান হোসেন রুবেল নামের ওই যুবককে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। গত ২৫ অক্টোবর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রুবেলকে হাজির করা হয়।