গারো তরুণী ধর্ষণ : মূল সন্দেহভাজন গ্রেপ্তার

রাজধানীর বাড্ডায় গারো নৃগোষ্ঠীর এক তরুণীকে ধর্ষণের ঘটনায় মূল সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে রাফসান হোসেন রুবেল নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব ১-এর কমান্ডিং অফিসার তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ‘ধর্ষণটা হয়েছে সাতজনের সহযোগিতায়। ধর্ষণ করেছে রাফসান হোসেন রুবেল। আর তাকে সহযোগিতা করেছে সরাসরি দুজন, সালাহউদ্দিন সালু ও আল আমীন। এ ছাড়া ভিকটিমের হবু স্বামীর কাছ থেকে ফিটিং দেওয়ার নাম করে ১৭ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনসহ অন্যান্য জিনিস যে বিষয়গুলো তারা নিয়েছে, সেটার সাথে ছিল আরো চার-পাঁচজন। মোটামুটি আমরা সাতজনকে এই ঘটনার সাথে পেয়েছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ অক্টোবর উত্তর বাড্ডার হাসান উদ্দিন রোড এলাকায় বিউটি পার্লারের কর্মী গারো নৃগোষ্ঠীর তরুণীকে রুবেল তাঁর সহযোগীদের সহায়তায় ধর্ষণ করে।
রুবেল বাড্ডা ও রামপুরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী উল্লেখ করে আরো জানানো হয়, তার নামে ধর্ষণ, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ৯টি মামলা রয়েছে। তার কাছ থেকে মোবাইল ফোনসেট ও সাড়ে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।