মন্দিরে হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নেত্রকোনা জেলা মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নেত্রকোনা জেলা মহিলা পরিষদের সভানেত্রী রেহানা সিদ্দিকী, সাধারণ সম্পাদিকা তাহেজা বেগম, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, ডায়বেটিক সমিতির সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, উদীচীর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলপনা বেগম, সাংবাদিক পল্লব চক্রবর্তী, সংহঠনরে আন্দোলন সম্পাদিকা সৈয়দা সামছুন্নাহার বিউটী, নারীনেত্রী তপতি শর্মা, নাজমা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, অবিলম্বে নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।