মন্দিরে হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংগঠন আইইডির ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ আজ বুধবার এই মানববন্ধনের আয়োজন করে। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের মোক্তারপাড়া জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল, শিকড়ের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন, রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, নারীনেত্রী মঞ্জু সরকার, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, নেত্রকোনা সাংবাদিক সমিতির সহসভাপতি এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক ম কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলপনা বেগম, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস, বাংলার নেত্র সম্পাদক কামাল হোসেন, বারসিকের সমন্বয়কারী অহিদুর রহমান, নারীনেত্রী তপতি শর্মা, নারীনেত্রী নাজনিন সুলতানা সুইটি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।