নেত্রকোনায় লরির চাপায় দুজন নিহত, আহত ৫

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামধলা বাজারের কাছে আজ মঙ্গলবার সন্ধ্যায় লরির চাপায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচজন।
নিহত দুজন হলেন ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা গ্রামের হারেছ মিয়ার মেয়ে মোটরসাইকেল আরোহী পাখি আক্তার (২৩) ও লরি চালকের সহকারী মানষউড়ার বাসিন্দা রুবেল মিয়া (২৫)।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলার ঢেউটুকুনে আল্লাদ মিয়ার ইটভাটা থেকে ইটবোঝাই লরিটি (পাওয়ার টিলার) বেপরোয়া গতিতে জামধলা বাজারে যাচ্ছিল। বাজারের কাছে লরির ধাক্কায় একটি মোটরসাইকেল পড়ে যায়। এ সময় লরির চাপায় মোটরসাইকেল আরোহী পাখি আক্তার ও হেলপার রুবেল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন পাঁচজন। স্থানীয় লোকজন আহতদের দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। লরি ও চালককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে।