নেত্রকোনায় মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন

সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে আজ রোববার নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছবি : এনটিভি
সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘরে হামলার প্রতিবাদে নেত্রকোনায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার সকালে উদীচী শিল্পীগোষ্ঠী, স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও ছাত্রসমাজের ব্যানারে নেত্রকোনার তেরীবাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও নেত্রকোনার সাতপাই কালীমন্দিরে ভাঙচুর, হামলা ও আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া অবিলম্বে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তিরও দাবি জানানো হয়।