মানিকগঞ্জে লালন উৎসব

মানিকগঞ্জে হয়ে গেল লালন উৎসব। আজ শনিবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ স্মৃতি পাদদেশে এই লালন উৎসবের আয়োজন করে অচিন পাখী লালন সংগঠন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
গড়পাড়া এমাম বাড়ির খাদেম শাহ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটো, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান হাসিব উদ্দিন আহমেদ সেলিম, অ্যাডভোকেট দিলীপ কুমার রাজবংশী।
অ্যাডভোকেট বজলুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অচিন পাখী লালন সংগঠনের পরিচালক নাজিম উদ্দিন মাস্টার।
পরে লালনসংগীত পরিবেশন করেন প্রখ্যাত লালনশিল্পী পাগলা বাবলু, বারেক পাগলা, গৌতম মজুমদার, রিয়াজ বাবুল, ঠান্ডু বাউল, কুষ্টিয়ার শিশুশিল্পী অর্পা খন্দকার চাঁদনী, অচিন পাখী লালন সংগঠনের পরিচালক নাজিম উদ্দিন মাস্টার, স্থানীয় শিল্পী সাইফুল ইসলাম, আলিফ রহমান, শারমীন আক্তার ও মিম আক্তার।