হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে মন্দির ভাঙচুর, হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা নির্মল কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল সাহা রায়, সম্পাদক সমীর ভদ্র রানা, নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা সুব্রত সরকার, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা পঙ্কজ সাহা, সমীর মজুমদার কাচু, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি দেবদুলাল দেবু প্রমুখ।
এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা পাবলিক প্রসিকিউটর জিএম খান পাঠান বিমল ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরুল আমিন। অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তির দাবি জানান বক্তারা।
গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামের এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শনিবার দিনভর নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে।
এ অবস্থায় পরদিন রোববার উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে সদরের কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা হয়।