শিক্ষার মানোন্নয়নে নেত্রকোনায় শিক্ষক সমাবেশ

প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে নেত্রকোনায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পাবলিক হল মিলনায়তনে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমিতির জেলা শাখার আহ্বায়ক শাহনাজ পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব আলহাজ মুনসুর আলী, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে রিয়াজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথিকে সমিতির জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। সভা শেষে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
শিক্ষক নেতা শাহনাজ পারভীন জানান, ছাইদুর রহমানকে সভাপতি, আজিজুল হককে সাধারণ সম্পাদক এবং মো. মানিক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাকি পদগুলো খুব শিগগির ঘোষণা করা হবে।