নেত্রকোনায় মাদকসহ ৪ জন গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১১০টি ইয়াবা ও ৭৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মজিবুর রহমান (৪৩), মো. আলী আমজাদ চৌধুরীকে (৪২) পৌর এলাকার শিয়ালজানী খালের সেতু থেকে এবং কামাল পারভেজ (৪৫) ও ইকবাল হোসেন কমলকে (৩৫) পাইলট স্কুল সংলগ্ন জ্যোতি বাস কাউন্টারের পিছনের একটি কক্ষ থেকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মজিবুরের কাছ থেকে ৫৩টি ইয়াবা, আমজাদের কাছ থেকে ৩৭ পুরিয়া হেরোইন, পারভেজের কাছ থেকে ৫৭টি ইয়াবা এবং কমলের কাছ থেকে ৩৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
আজ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।