১০ টাকার চালে অনিয়ম
ভালুকার দুই মেম্বার ও এক ডিলার আটক

১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ময়মনসিংহে দুই মেম্বার ও এক ডিলারকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ময়মনসিংহ দুদক তাঁদের আটক করেছে।
আটকরা হলেন ভালুকা উপজেলার ভরাডোবা ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য আজিমুদ্দিন, আমিরুল ইসলাম ও ডিলার কামরুল ইসলাম। তাঁদের ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
দুদক ময়মনসিংহের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজন যোগসাজশে ১০ টাকা কেজি দরের চাল বিতরণের ভুয়া লিস্ট বানায়, যেখানে মৃত ব্যক্তির নামে এবং একই নামে একাধিক কার্ড দেখানো হয়।
গোপন তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় গতকাল বিকেল ৪টায় তিন অভিযুক্তকে আটক করা হয়।